Raipura Meghna Swim 2025

Event Date:
April 19, 2025
Event Time:
9:00 am
Event Location:
Raipura Narsingdi
প্রথম বারের মতো নরসিংদী রায়পুরা মেঘনা নদীতে সাঁতার আয়োজন ও সাঁতার কে জনপ্রিয় করতে উদ্যোগ নেওয়া।
রায়পুরা মেঘনা সাঁতার 2025
নদী দূষণ বন্ধ করুন, জীবন রক্ষা করুন
সৌন্দর্য এবং প্রকৃতির মধ্যে জীবন রক্ষা সাঁতার করুণ।
সীমিত স্লট নিয়ে আয়োজন, তাই রেজিষ্ট্রেশন করতে দেরি করবেন না
ক্যাটাগরি ও রেজিষ্ট্রেশন ফী
৭.৫মিটার ১২৫০ টাকা
২ কিলোমিটার ১৩৫০ টাকা
৫ কিলোমিটার ১৫০০ টাকা
যা থাকছে ইভেন্টে
নৌকা সাঁতার এর নিরাপত্তার জন্য
ইভেন্ট টিশার্ট
ফিনিশার ক্রেস্ট
সাটিফিকেট
খাবার
রেজিষ্ট্রেশন সবাইকে ভালো মুহুর্ত দেওয়ার জন্য আয়োজক কমিটি কাজ করে যাচ্ছে।
রেজিষ্ট্রেশন ফী ফেরত যোগ্য নই।
রেজিষ্ট্রেশন সাঁতারু চাইলে আলাদা নৌকা ও ভলান্টিয়ার নিতে পারবে।
তবে সচ্চতা নিশ্চিত করতে হবে।
আয়োজকের সাথে পরামর্শ করে।
সাঁতারে আলাদা ড্রেসকোড নেই
যারা ইছেমতো কাপড় বা কমফোর্ট জোনে সাঁতারে অংশগ্রহণ করতে পারবে।
রায়পুরা মেঘনা সাঁতার ২০২৫
এককভাবে সকল কিছুর মতামত সিন্ধান্ত গ্রহণ একান্ত বাধ্যগত ভাবে আয়োজনক কমিটি নিতে পারবে ও মেনে নিতে হবে অংশগ্রহণকারী।
সাঁতারে অংশগ্রহণ কারী সকলকে
ইভেন্টের নিয়ম শৃঙ্খলা মেনে সাঁতারে অংশগ্রহণ করতে হবে।
রায়পুরা মেঘনা সাঁতার একটি সকলের ভালো অভিজ্ঞতা হবে আয়োজক কমিটি প্রত্যাশা ও কাজ করে যাচ্ছে।
ধন্যবাদ
আয়োজনে উপজেলা প্রশাসন রায়পুরা নরসিংদী ও রায়পুরা রানার্স কমিউনিটি -আরআরসি।