ম্যারাথনের ইতিহাস ও দূরত্ব

ম্যারাথনের উৎপত্তি জানতে হলে আমাদের প্রথমেই যেতে হবে সেই প্রাচীন গ্রিসে, খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীর শেষের দাঙ্গায় সয়লাব এথেন্স শহরের অভিমুখে। সেই কালে যুদ্ধ চলাকালে গ্রিক সৈন্যরা দ্রুতগামী বার্তাবাহকদের উপর নির্ভর করতো। ঐ সমস্ত বার্তাবাহকেরা দুর্গম এলাকা, পাহাড়ি ভূখণ্ডগুলোতে বার্তা আদান-প্রদান করা সহ কূটনৈতিকের ভূমিকা পালনে দক্ষ ছিল।

ম্যারাথনের ইতিহাস ও দূরত্ব :
————————
ম্যারাথনের উৎপত্তি জানতে হলে আমাদের প্রথমেই যেতে হবে সেই প্রাচীন গ্রিসে, খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীর শেষের দাঙ্গায় সয়লাব এথেন্স শহরের অভিমুখে।
—-
সেই কালে যুদ্ধ চলাকালে গ্রিক সৈন্যরা দ্রুতগামী বার্তাবাহকদের উপর নির্ভর করতো। ঐ সমস্ত বার্তাবাহকেরা দুর্গম এলাকা, পাহাড়ি ভূখণ্ডগুলোতে বার্তা আদান-প্রদান করা সহ কূটনৈতিকের ভূমিকা পালনে দক্ষ ছিল। ম্যারাথনের দুরুত্ব ৪২ কিমি একজন গ্রীক সৈনিকের কিংবদন্তি কীর্তিকে স্মরণ করে , যিনি 490 খ্রিস্টপূর্বাব্দে, এথেনিয়ানদের বিজয়ের খবর আনতে ম্যারাথন শহর থেকে এথেন্স শহর পর্যন্ত প্রায় 40 কিলোমিটার দৌড়েছিলেন।
—-
তিনি প্রায় ২৬ মাইল পুরোদমে দৌড়ে শহরের কেন্দ্রে পৌঁছান এবং “নানিকাক্যাম্যান” বা “আমরা বিজয়ী হয়েছি” বলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।
—-
ম্যারাথন এবং এথেন্স, এই দুই শহরের কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্ব যদিও প্রায় ত্রিশ মাইল, ফেইডিপ্পিডেসের সেই কিংবদন্তিতুল্য ট্র্যাকটি ছিল একুশ থেকে ছাব্বিশ মাইলের মতো। সেই বিবেচনায় অলিম্পিকের কর্তৃপক্ষ প্রথম ম্যারাথনের দূরত্ব ৪০ কিলোমিটার ধার্য করেন, যা প্রায় ২৪.৮৫ মাইলের সমান।
—-
1924 সালে অলিম্পিক ম্যারাথন দূরত্ব 42,195 মিটার (26 মাইল) এ প্রমিত করা হয়েছিল। এটি 1908 সালের অলিম্পিক রেস উইন্ডসর ক্যাসেল থেকে শুরু করার এবং লন্ডনের স্টেডিয়ামের রাজকীয় বাক্সের সামনে এটি শেষ করার ব্রিটিশ অলিম্পিক কমিটির একটি সিদ্ধান্তের ভিত্তিতে ছিল।
—-
দূরপাল্লার দৌড়ে আগ্রহ আছে, ম্যারাথন শব্দটার সাথে পরিচিত অধিকাংশ মানুষই হাফ, আলট্রা, আলট্রা-ট্রেইল, স্টেজ-ম্যারাথনের মতো শব্দগুলোর সাথে পরিচিত।
—-
হাফ-ম্যারাথন মূলত মূল ম্যারাথনের অর্ধেক দূরত্ব; অর্থাৎ, প্রায় ২১.১ কিলোমিটার বা ১৩.১ মাইলের রেস। চায়নার দ্য গ্রেট ওয়াল হাফ, লন্ডনের রয়াল পার্কস হাফ-ম্যারাথন, গ্রিসের এথেন্স হাফ-ম্যারাথন, সাউথ আফ্রিকার সাফারি হাফ-ম্যারাথন পৃথিবীব্যাপী বেশ জনপ্রিয়।
—-
অপরদিকে আলট্রা-ম্যারাথন হচ্ছে প্রচলিত ম্যারাথন থেকে দূরত্ব বেশি, এমন যেকোনো ম্যারাথন। প্রচলিত আলট্রা-ম্যারাথনের ইভেন্টগুলো পঞ্চাশ কিলোমিটার থেকে শুরু করে একশত কিলোমিটার কিংবা এর বেশি দূরত্বের হয়ে থাকে। লাদাখ খারদুং লা চ্যালেঞ্জ ৭২ কি.মি ও সিল্ক রুট আলট্রা ১২২ কিমি এর হয়ে থাকে। এছাড়াও মন্টি রোসা ৪ দিনের ১৭০ কিমি স্টেজ রেস, Ultra trail Mont Blanc ১৬০ কিমি, Hardrock 100, Barkey marathons, Vermont 100 জনপ্রিয় কিছু আলট্রা ম্যারাথন।
—-
আসুন দৌড় সম্পর্কে জানি। দৌড়কে ভালোবাসি।
Minhazul Asif

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop